Header Ads

Header ADS

সাম্প্রতিক সাধারণ জ্ঞান, যা সকল পরীক্ষাতেই আসে। বিস্তারিত দেখুন এখানে.....


সাম্প্রতিক সাধারণ জ্ঞান, যা সকল পরীক্ষাতেই আসে। বিস্তারিত দেখুন এখানে..... 

এক নজরে নোবেল পুরস্কার-২০১৭

চিকিৎসা শাস্ত্রে নোবেল-২০১৭
২০১৭ সালের চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ী জন হলেনঃ
. জেফরি সি হল (যুক্তরাষ্ট্র)
. মাইকেল রসবাশ (যুক্তরাষ্ট্র)
. মাইকেল ডব্লিউ ইয়ং (যুক্তরাষ্ট্র)
অবদানঃ মানুষের দেহঘড়ির স্পন্দন বা সারকাডিয়ান রিদম নিয়ন্ত্রণকারী মলিকিউলার সিস্টেম আবিষ্কারের জন্য।
পদার্থ বিজ্ঞানে নোবেল-২০১৭
২০১৭ সালের পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ী জন হলেনঃ
. রেইনার ওয়েস (যুক্তরাষ্ট্র)
. ব্যারি সি ব্যারিশ (যুক্তরাষ্ট্র)
. কিপ এস থ্রোন (যুক্তরাষ্ট্র)
অবদানঃ শত বছর আগে আলবার্ট আইনস্টাইন মহাবিশ্ব সৃষ্টি নিয়ে যে মহাকর্ষীয় তরঙ্গের কথা বলেছিলেন, তা শনাক্ত করার জন্য।
রসায়ন বিজ্ঞানে নোবেল-২০১৭
২০১৭ সালের রসায়ন বিজ্ঞানে নোবেল বিজয়ী জন হলেনঃ
. জ্যাক ডাবোশেট (সুইজারল্যান্ড)
. জোয়াকিম ফ্র্যাংক (যুক্তরাষ্ট্র)
. রিচার্ড হেন্ডারসন (যুক্তরাজ্য)
অবদানঃ রাসায়নিক তরলে জৈব অণুর বিপাক ক্রিয়া নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরষ্কার দেয়া হয়।

সাহিত্যে নোবেল-২০১৭
২০১৭ সালের সাহিত্যে নোবেল বিজয়ী হলেন জাপানি বংশোদ্ভূত ব্রিটেনের নন্দিত ঔপন্যাসিক কাজুয়ো ইশিগুরো।
অবদানঃতীব্র আবেগঘন উপন্যাসগুলোতে মোহময় চৈতন্যের আড়ালে বিরাজমান অতল জগতের সঙ্গে বাস্তব পৃথিবীর যোগসূত্রকে উন্মোচন করায়তাকে পুরস্কার দেওয়া হয়েছে। বিখ্যাত লেখাঃ Remains of the day.
শান্তিতে নোবেল-২০১৭
২০১৭ সালে শান্তিতে নোবেল বিজয়ী সংস্থাঃ পরমাণু নিরস্ত্রীকরণ প্রচারণা সংস্থাইকান’ (ICAN )
পুর্ণরুপঃ International Campaign to Abolish Nuclear Weapons
সদর দপ্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড।
প্রতিষ্ঠাঃ ২০০৭ সাল।
বর্তমান প্রধানঃ Beatrice Fihn
অবদানঃ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনস্বীকার্য অবদানের জন্য। জুলাই ২০১৭ তে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ সংক্রান্ত একটি চুক্তিতে বিশ্বের ১২২ টি দেশের স্বাক্ষরে বিশেষ ভুমিকা রেখেছিলআইসিএএন।
অর্থনীতিতে নোবেল-২০১৭
২০১৭ সালের অর্থনীতিতে নোবেল বিজয়ী হলেন আমেরিকান প্রথিতযশা অর্থনীতিবিদ রিচার্ড এইচ থ্যালার
অবদানঃ আচরণগত অর্থনীতিতে অবদান রাখার জন্য।

No comments

Powered by Blogger.